সিংড়া (নাটোর) প্রতিনিধি ২৫ জুন, ২০২২, ১৩:৩১:২১
ছবি: নিউজজি
নাটোর: জেলার সিংড়ায় বালি উত্তোলন করতে গিয়ে মাটি ধসে শফিকুল ইসলাম (৩২) নামে একজন শ্রমিক নিহত হয়েছে। উপজেলার কুড়িপাকিয়া ধাপকুড়াইল গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র সে। ঘটনাটি ঘটেছে সুকাশ ইউনিয়নের বেলগাড়ি মসিন্দা গ্রামে।
জানা যায়, রাস্তার সংস্কার কাজের অংশ হিসেবে রাস্তার পাশ থেকে বালি উত্তোলন করা হচ্ছিল। শুক্রবার (২৪ জুন) বেলা আনুমানিক ১২টার দিকে বালি উত্তোলনের সময় পানি আনতে যায় শ্রমিক শফিকুল। এ সময় তার সহকর্মীরা অনেক খোঁজাখুঁজি করে । প্রায় ৬ ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে মাটির নিচে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তার পরিবারে খবর দেয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজজি/এইচএম/নাসি