গাইবান্ধা প্রতিনিধি ২৮ নভেম্বর, ২০২০, ১৭:১১:২৪
পিকআপভ্যান ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত, আহত ৬
গাইবান্ধা: সদর উপজেলায় পিকআপভ্যান ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রীর নাম আনোয়ার হোসেন। এ ঘটনায় নারী ও শিশুসহ ইজিবাইকের অপর ৬ যাত্রী আহত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে তুলসীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন গাইবান্ধা সদরের বউলার পাড়া গ্রামের মৃত আকালু শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পলাশবাড়ী থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে তুলসীঘাট বুড়িরঘর এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মারা যায়। আহত হন ইজিবাইক চালকসহ ছয়জন। এদের মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছে।
গাইবান্ধার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফায়েত হোসেন জানান, আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ইজিবাইক চালক ও এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
নিউজজি/এসএম