শরীয়তপুর প্রতিনিধি ২৮ নভেম্বর, ২০২০, ১৭:৫১:০৬
ছবি : নিউজজি
শরায়তপুর: ডামুড্যায় রাকিব হাসান সম্রাট নামে এক যুবকের মরদেহ ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিছন থেকে উদ্ধার করেছে ডামুড্যা থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সকালে মরদেহটি স্থানীয়রা হাসপাতালের পিছনে পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। নিহত সম্রাট উপজেলার ইসলামপুর ইউনিয়নের মৃত সিরাজ মুন্সির ছেলে ও সে নানা বাড়িতে থাকতেন এবং বিভিন্ন ক্লিনিকে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাকিব হাসপাতালে সেচ্ছাসেবক হিসেবে বাগানে কাজ করেতেন। শুক্রবার থেকে বিকাল থেকে কোনো খবর ছিল না পরিবারের সাথে। সকালে হাসপাতালের কর্মচারী একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে শনাক্তক করে।
সম্রাটের নানী নারগিস বেগম বলেন, রাকিব আমার কাছে থাকে। ওর পাশাপাশি বিভিন্ন কাজ করে। বেশির ভাগ কাজই সেচ্ছাশ্রম দিত। আমাকে বলত দাদী আমি জীবনটা সেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চাই।
ডামুড্যা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন বলেন, আমরা সকালে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে এ বিষয়ে আমরা বলতে পারবো।
নিউজজি/এসএম