নিউজজি ডেস্ক ২৮ নভেম্বর, ২০২০, ১৮:৫৬:০৭
চট্টগ্রামে ২ নবজাতকের মরদেহ উদ্ধার
ঢাকা: চট্টগ্রাম বন্দর থানার নিমতলা এলাকার খাল পাড় থেকে দুই মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, কে বা কারা বন্দর থানার ১০০ গজ দূরে নিমতলা এলাকার একটি খাল পাড়ে ওই দুই কন্যা নবজাতক ফেলে রেখে চলে যায়। এ খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি নিজাম।
নিউজজি/এসএম