মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ১৮ জানুয়ারি, ২০২১, ১৯:২০:৫৩
ছবি : নিউজজি
মাগুরা: মাদক দ্রব্য নিয়ন্ত্রণ জিরো টলারেন্সে আনার পরিকল্পনায় মাগুরা জেলা পুলিশ কাজ করে চলেছে। সরকারের এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। যে কোনো সময় পুলিশকে ফোন করবেন, পুলিশ আপনার কাছে পৌছে যাবে। প্রয়োজনে আমাকে ফোন দিবেন, আমিই ব্যবস্থা নিবো। আপনাদের সহযোগিতায় মহম্মদপুরকে এগিয়ে নিতে চায়।
সোমবার (১৮ জানুয়ারি) বিকালে মহম্মদপুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে তে মাগুরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, ইমামসহ নানা শ্রেনি পেশার মানুষের উপস্থিতিতে উন্মুক্ত আলোচনা মাধ্যমে এই ওপেন হাউজ ডে পালন করা হয়েছে।
থানা চত্ত্বরে ওপেন হাউজ ডের আলোচনা সভায় অফিসার ইনচার্জ ওসি তারক বিশ্বাসের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, প্রেস মহম্মদপুরের সভাপতি অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, মো. বরকত আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আ. হাই মিয়া, জেলা পরিষদ সদস্য নাজনীন রব্বানী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শারমীন আক্তার রুপালী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মিজানুর রহমান কাবুলসহ সকল ইউপির চেয়ারম্যান ও মেম্বরবৃন্দ।
নিউজজি/এসএম