নিউজজি প্রতিবেদক ১৮ জানুয়ারি, ২০২১, ১৯:৩৬:৫৬
ছবি: ফাইল
ঢাকা: রাজধানীর দক্ষিণ বাড্ডায় একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্সের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
লিমা খানম জানান, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কীভাবে এ আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি বলেও জানান ওই ডিউটি অফিসার।
নিউজজি/জেডকে