নিউজজি প্রতিবেদক ১৮ জানুয়ারি, ২০২১, ১৯:৫৫:৫৫
ছবি: ফাইল
ঢাকা: রাজধানীর দক্ষিণ বাড্ডার টিনশেড বাড়ির আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাড্ডা কাঁচা বাজারের পাশের একটি টিনশেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, আজ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রাজধানীর দক্ষিণ বাড্ডায় একটি টিনশেড বাড়িতে আগুন লাগে। তবে কীভাবে এ আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি বলেও জানান ওই ডিউটি অফিসার।
নিউজজি/জেডকে