চুয়াডাঙ্গা প্রতিনধি ১৮ জানুয়ারি, ২০২১, ১৯:৫৯:০০
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
চুয়াডাঙ্গা: সদর উপজেলায় আলমসাধুর চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আরোহীর নাম আব্দুল্লাহ আল মাসুম। এ সময় আহত হয়েছে নিহতের স্ত্রী লিভা খাতুনসহ আরো তিনজন। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার হাতিকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল মাসুম মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের আদম আলীর ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যায় মাসুম তার স্ত্রী লিভা খাতুনকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে হাতিকাটা মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি আলমসাধু (শ্যালো ইঞ্জিন চালিত তিন চাকার গাড়ি) তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী মাসুম ও তার স্ত্রীসহ চারজন গুরুতর আহত হয়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করে।
আর আহত লিভা ও আলমসাধু চালক সজিবের মাথার আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আহত অপরজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম জানা যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজজি/এসএম