নিউজজি ডেস্ক ১৮ জানুয়ারি, ২০২১, ২০:১৮:২১
যশোরে দেয়াল চাপা পড়ে প্রান গেল শিশুর
ঢাকা: যশোরে বসতঘরের দেয়াল চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম মশিউর রহমান। সোমবার (১৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মশিউর রহমান মো. হানিফ ছেলে।
নিহতের চাচি রাজিয়া সুলতানা জানান, বিকালে মশিউর বাড়ির ভেতর অন্য শিশুদের সাথে খেলা করছিল। শিশুদের দৌড়াদৌড়িতে হঠাৎ দেয়াল পড়ে যায়। পড়ে যাওয়া দেয়ালের নিচে চাপা পড়ে মশিউর। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস একই বিভাগের চিকিৎসক অমিয় দাশের উদ্ধৃতি দিয়ে বলেন, শিশুটির মাথায় ইন্টারনাল রক্তক্ষরণ হচ্ছিল। তাৎক্ষণিক রক্ত বন্ধ না হওয়ায় তার মৃত্যু হয়েছে। নিহত শিশুর মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
নিউজজি/এসএম