নিউজজি প্রতিবেদক ২৪ জানুয়ারি, ২০২১, ১৬:২৪:৫৫
গোপীবাগে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ঢাকা: রাজধানীর মতিঝিলের গোপীবাগে একটি সাত তালা ভবনের চার তলা থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. মুরশিদুল (২৩)। রোববার (২৪ জানুয়ারি) বেলা এগারোটা টায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের সহকর্মী মেকাইল জানান, গোপীবাগে একটি সাত তালা ভবনের চার তালার বাহির অংশে আস্তরের কাজ করার জন্য বাঁশের মাসাং বাধার সময় রশী খুলে উপর থেকে নিচে পড়ে যায়।
পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত মুরশিদুল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার চামা সুশ্রী ভোজা মো. একরামুলের ছেলে। বর্তমানে গোপীবাগে নির্মাণাধীন ভবনে থাকতেন।
নিউজজি/টিবিএফ