নিউজজি ডেস্ক ২৪ জানুয়ারি, ২০২১, ১৮:৫৭:৩৭
মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিওকর্মী নিহত
ঢাকা: মানিকগঞ্জে ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরহাদ হোসেন নামে এক এনজিওকর্মীর নিহত হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংজুড়ি ইউনিয়নের বাইলজুড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই গ্রামের তফেল উদ্দিনের ছেলে এবং তিনি একটি এনজিওতে চাকরি করতেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলে ফরহাদ হোসেন। এ সময় রাস্তার পাশে থেমে থাকা একটি অটোবাইকের সাথে তার মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে ফরহাদ হোসেন গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজজি/ওআই