নিউজজি ডেস্ক ২৬ জানুয়ারি, ২০২১, ১৫:৪৬:১৫
ছবি : সংগৃহীত
ঢাকা: চট্টগ্রামে বাঁশখালী উপজেলায় সিএনজি অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। নিহত নেতার নাম তানভীর সিকদার। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার চেচুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর সিকদার উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকার আবু শমা ইউসুফ সিকদারের ছেলে ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে গুনাগরি যাওয়ার পথে চেচুরিয়া এলাকায় সিএনজি অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা এবং মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজজি/এসএম