কুমিল্লা প্রতিনিধি ২৬ জানুয়ারি, ২০২১, ১৫:৫২:৫৫
ছবি : ইন্টারনেট।
কুমিল্লা: নিখোঁজের ১০ দিন পর মেঘনা উপজেলার শিশু রিফানুল ইসলাম রিফাতের (৬) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে ওমরাকান্দা ব্রিজের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। রিফাত বৈদ্যনাথপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। এ ঘটনায় তার চাচাতো ভাই শাকিলকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১০ দিন আগে বৈদ্যনাথপুর গ্রামে পাশের বাড়িতে খেলা করছিল রিফাত। এ সময় তার খেলার বল চাচাতো ভাই শাকিল এর গায়ে গিয়ে পড়ে। এর জেরে শাকিল রিফাতের মাথায় ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ বস্তাবন্দি করে ওমরাকান্দি ব্রিজের নিচে ফেলে দেয় শাকিল।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘ অভিযানে শাকিলকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার রসুলপুর এলাকা থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
নিউজজি/ এসআই