সিরাজগঞ্জ প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৪:৫২
ছবি : নিউজজি
সিরাজগঞ্জ: কামারখন্দ উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে এক বীর মুক্তিযোদ্ধাসহ পাঁচজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী সড়কের কোনবাড়ি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মৃত মোকছেদ আলীর ছেলে বি-ব্লকের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান, শেরপুর উপজেলার বেতগাড়ি গ্রামের শ্রী ধীরেন চন্দ্রের ছেলে শ্রী বিমল কুমার এবং সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. আব্দুল হান্নান।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. নুরুল ইসলাম জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহি যুগান্তর পরিবহনের একটি বাস বিপরীতমূখী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ভোজ্য সয়াবিন তেলবহনকারী অপর একটি ট্রাকের সাথে মুখোমাখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই যাত্রীবাহি বাসের থাকা এক বীর মুক্তিযোদ্ধাসহ চারজন নিহত হয় এবং আহত আরো ২১ জন।
পরে খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে পাঠানোর সময় আরো এক বাসযাত্রী নিহত হয়। দুর্ঘটনার কারনে মহাসড়কে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সকাল সাড়ে ৯টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় উভয় যান পুলিশের নিয়ন্ত্রনে থাকলেও দুর্ঘটনার পরপরই চালক-হেলপার পালিয়েছে।
সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ফারুক হোসেন চিকিৎসকদের বরাদ দিয়ে জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। মরদেহগুলো জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এছাড়া আহতদের মধ্যে ১০ জন একই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে।
নিউজজি/এসএম