নিউজজি ডেস্ক ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১৫:৫৯:৫৫
ছবি : সংগৃহীত
ঢাকা: হবিগঞ্জের বাহুবলে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক তোফায়েল নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফায়েল হবিগঞ্জ সদর উপজেলার সুলতানসী গ্রামের ফজলুল হকের ছেলে।
এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজজি/এসএম