নিউজজি ডেস্ক ৩ মার্চ, ২০২১, ১৮:৫৮:০৯
চাঁপাইনবাবগঞ্জ অটোরিকশা ধাক্কায় প্রাণ গেলো শিশুর
ঢাকা: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জুনায়েদ নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩ মার্চ) বিকেলে উপজেলার মহারাজপুর হাট-কাউন্সিল আঞ্চলিক সড়কের লাহারপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লাহারপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে।
নিহত শিশুর মামা নাসির উদ্দীন মাস্টার জানান, বুধবার বিকেল ৪টার দিকে রাস্তায় খেলার সময় একটি অটোরিকশা জুনায়েদকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত জুনায়েদকে হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশু জুনায়েদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।
নিউজজি/এসএম