সিরাজগঞ্জ প্রতিনিধি ৩ মার্চ, ২০২১, ২০:২১:২৩
ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জ: শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে প্রায় ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর সিরাজগঞ্জের সব রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে। বুধবার (৩ মার্চ) বিকেলে ৪টা থেকে জেলার সব টার্মিনাল থেকে বাস ছেড়ে যায় এবং বিভিন্ন জেলার বাস প্রবেশ করে। একই সাথে অটোরিকশাও চলাচল শুরু হয়।
সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, বাস শ্রমিকদের সাথে অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। এনিয়ে উভয় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনায় আগামী রোববার বিষয়টি নিয়ে বৈঠক বসার আশ্বাস দিলে পুনরায় গাড়ি চলাচল শুরু হয়।
এর আগে, মঙ্গলবার (২ মার্চ) সকালে শহরের মিরপুর কালাচান মোড়ে অটোরিকশা চালকের সাথে বাস চালকের তর্কাতর্কি হয়। এরপর সিএনজি চালকরা রেলগেট এলাকায় ওই বাসের ওপর হামলা ও মারধর করেন। এনিয়ে উভয় গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং শহরের বিভিন্ন স্থানে অটোরিকশা ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এসব কারণে ভয়ে বাস ও অটোরিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
নিউজজি/এসএম