সিরাজগঞ্জ প্রতিনিধি ৪ মার্চ, ২০২১, ১৮:৪৮:৫৮
উল্লাপাড়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জ: উল্লাপাড়া উপজেলায় কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আরোহীর নাম শওকত আলী। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত নওগাঁ জেলার সাপাহার থানার তাতুই গ্রামের বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, নওগাঁর সাপাহার থেকে মোটরসাইকেলে ঢাকার দিকে যাচ্ছিলেন শওকত। তিনি ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যায়। এ খবর পেয়ে পুলিশ চালকসহ কাভার্ডভ্যান আটক করে।
নিউজজি/এসএম