নিউজজি ডেস্ক ২৪ জানুয়ারি , ২০২১, ১৪:৪৪:২৫
সংগৃহীত
ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতকোত্তর (৪৪তম ব্যাচ) শিক্ষার্থী মারুফ হোসেন মিনা মৃত্যুবরণ করেছেন। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি। শনিবার (২৩ জানুয়ারি) দিবারাত ২টায় রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মারুফ হোসেন।
মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. নূরুল করিম। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মকসোদপুরে।
পরিবার ও সহপাঠীরা জানান, মারুফ বিসিএস পরীক্ষা সংক্রান্ত কাজে ঢাকায় আসে। সর্দিজ্বর শুরু হলে ফার্মেসি থেকে সাধারণ এন্টিবায়োটিক কিনে খাওয়া শুরু করে। অবস্থা খারাপ হলে প্রথমে সাভারের এনাম হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে মুগদা হাসপাতালে নেন স্বজনরা। গতকাল নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে এবং রাতেই মারা যায় মারুফ।
এদিকে, মারুফের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাসে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এক শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নিউজজি/আইএইচ