নোবিপ্রবি প্রতিনিধি ২৪ জানুয়ারি , ২০২১, ১৫:২১:০৬
ছবি : ইন্টারনেট
নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. মো. শাহজাহান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
রোববার (২৪ জানুয়ারি) এক শোকবার্তায় উপাচার্য নোবিপ্রবি পরিবারের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পক্ষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. শাহজাহান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের একজন স্বনামধন্য অধ্যাপক ছিলেন। ২৩ জানুয়ারি রাত সাড়ে ৯টায় রাজধানী ঢাকার নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০।
নিউজজি/ওআই