নিউজজি প্রতিবেদক নভেম্বর ২৮, ২০২০, ১১:৪২:৩৮
লুকিয়ে নেশা করেন নাদিয়া! (ভিডিও)
মেয়েটির নাম আদিবা। সফল বাবার একমাত্র মেয়ে। বাবার আদর-যত্নের কমতি নেই। তবু সেই বাবার চোখ ফাঁকি দিয়ে নিয়মিত নেশা করে আদিবা। দুই বন্ধুর সঙ্গে নানারকম নেশাদ্রব্য গ্রহণ করে সে।
আদিবার এই নেশাগ্রস্থ সময়ে আবির্ভূত হন আবির। তিনি আদিবার বাবার পরিচিত। আবির জানতে চায়, খুঁজে বের করতে চায় আদিবা ঠিক কী করে। কিন্তু নেশায় ডুবে থাকা আদিবা তার সঙ্গে খারাপ আচরণ করে।
ক্রমশ আরও বেশি নেশা করতে থাকে আদিবা। আর আবিরও বন্ধুর মতো তাকে বোঝানোর চেষ্টা করে। একটা সময় পর আদিবা উপলব্ধি করতে পারে। ধীরে ধীরে আলোর পথে আসতে থাকে।
এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ডেইস ইন দ্য সান’। নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস। এর গল্প লিখেছেন সালমান মাহমুদ। নাটকটির মূল দুই চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া ও শেখ লাবিব।
ওয়াটার ড্রপস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই নাটকে আরও অভিনয় করেছেন জিএম শহীদুল আলম, ইসরাত পুনম, ইমাদ ওয়াসেক, ইফতেখার ইমাজ ও সাদমান সাকিব।
দেখুন ‘ডেইস ইন দ্য সান’:
নিউজজি/কেআই