নিউজজি প্রতিবেদক নভেম্বর ২৮, ২০২০, ১৫:২৬:৫৪
ওয়েব ফিল্মে আঁচলের সঙ্গে রোশান
কয়েক সপ্তাহ আগেই সিনেমাটির ঘোষণা এসেছিল। তখন বলা হয়, এতে অভিনয় করবেন চিত্রনায়িকা আঁচল ও অভিনেতা তাসকিন রহমান। কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে বদলে গেলো সিনেমাটির কাস্টিং। এতে আর থাকছেন না তাসকিন। তার পরিবর্তে যুক্ত হয়েছেন হালের আরেক চিত্রনায়ক রোশান।
বলছি ‘কর্পোরেট’-এর কথা। টিভি নাটকের সফল নির্মাতা ফরিদুল হাসান নির্মাণ করছেন এই সিনেমা। মূলত অনালাইনে মুক্তির উদ্দেশ্যেই সিনেমাটি নির্মিত হবে।
সিনেমাটিতে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিনের অভিনয় করার কথা ছিল। তবে সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য পাড়ি জমিয়েছেন বিদেশে। তাই তার বদলে রোশানকে সিনেমাটির জন্য বেছে নেওয়া হয়েছে।
‘কর্পোরেট’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এর চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ। আগামী ৩০ ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
এদিকে রোশানের হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘সাইকো’ ও ‘আশীর্বাদ’ নিয়ে। সরকারি অনুদানে নির্মাণাধীন আশীর্বাদ সিনেমায় তার সঙ্গে আছেন মাহিয়া মাহি। আর অনন্য মামুনের পরিচালনায় সাইকো সিনেমায় তিনি অভিনয় করছেন পূজা চেরির সঙ্গে।
অন্যদিকে আঁচল সম্প্রতি ‘আয়না’, ‘চিৎকার’ নামের দুটি সিনেমার শুটিং শেষ করেছেন।
নিউজজি/কেআই