নিউজজি প্রতিবেদক ফেব্রুয়ারী ২৩, ২০২১, ১১:৪৭:০৮
আলী রেজওয়ানের কণ্ঠে ‘তুমি হারিয়ে গেছো’ (ভিডিও)
তরুণ কণ্ঠশিল্পী আলী রেজওয়ান নতুন একটি গান নিয়ে এসেছেন। গানের শিরোনাম ‘তুমি হারিয়ে গেছো’। দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।
‘তুমি হারিয়ে গেছো, যত দূরে থাকো, ভালোবাসি আজও তোমাকে/ অন্তরে ছিলো মোর কত যে আশা/ ঝড় এসে কেড়ে নিলো ভালোবাসা/ সেই তুমি চলে গেলে ফেলে আমাকে/’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন এম মনজুরুল হক।
গানটির সুর করেছেন শিল্পী আলী রেজওয়ান নিজেই। মিউজিক কম্পোজ করেছেন খায়রুল ইসলাম। মিক্স ও মাস্টার করেছেন এ এইচ এ আসাদ। ভিডিও নির্মাণ করেছেন সজীব। ভিডিওতে রেজওয়ান নিজেই পারফর্ম করেছেন।
নতুন এই গান নিয়ে আলী রেজওয়ান বলেন, সহজ কথার গান এটি। তবে এর সুর ও মিউজিকে রয়েছে রক সঙ্গীতের ছোঁয়া। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।
গানের লিংক:
নিউজজি/কেআই