নিউজজি ডেস্ক মার্চ ৪, ২০২১, ১২:১৬:৫৪
তৃণমূলে যোগ দিলেন সায়ন্তিকা
টালিউডের তারকাদের রাজনীতিতে যোগদানের মিছিলে এবার সামিল হলেন সায়ন্তিকা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এই অভিনেত্রী। বুধবার তার হাতে দলের পতাকা তুলে দেওয়া হয়।
তৃণমূলে সায়ন্তিকাকে স্বাগত জানান সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু। মমতা ব্যানার্জির দলে যুক্ত হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত নায়িকা।
অনুভূতি প্রকাশ করে সায়ন্তিকা বলেন, খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না, শিখে নেব। আমাদের দিদিকে ধন্যবাদ। মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ দেয়ার জন্য। যে দায়িত্ব দেয়া হবে, আমি যেন ভালোভাবে পালন করতে পারি। তার আস্থার মর্যাদা যেন রাখতে পারি।
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সায়ন্তিকা বলেন, ‘এখন বাংলার মানুষের নিজের ইচ্ছা প্রকাশ করার সঠিক সময় এসেছে। সবার কাছে আমার আবেদন, এগিয়ে এসে দিদির পাশে দাঁড়ান। বাংলা কিন্তু নিজের মেয়েকেই চায়।’
আগে থেকেই তৃণমূলে রয়েছেন টালিউডের অনেক তারকা। তাদের মধ্যে দেব, শতাব্দী রায়, নুসরাত জাহান, মিমি চক্রবর্তীর মতো তারকারা উল্লেখযোগ্য।
অন্যদিকে শ্রাবন্তী চ্যাটার্জি, যশ দাশগুপ্ত, রুদ্রনীলসহ আরও অনেকেই যোগ দিয়েছেন বিজেপিতে। মূলত পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন উপলক্ষেই রাজনৈতিক দলগুলো তাদের দল ভারি করছে।
নিউজজি/কেআই