নিউজজি প্রতিবেদক জুন ২৫, ২০২২, ১৩:১৫:০৫
‘পদ্মা সেতু’ নিয়ে নকশীকাঁথার গান
দেশের সবচেয়ে বড় অবকাঠামো বহুল প্রতীক্ষিত স্বপ্নের ‘পদ্মা সেতু’ মহাধুমধামে উদ্বোধন হয়েছে আজ। নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে খুলেছে সেতুটি। ১৮ কোটি মানুষের আবেগ ও ভালোবাসার এই সেতুকে ঘিরে চলছে নানান আয়োজন। তৈরি হচ্ছে নতুন নতুন গানও।
এবার ‘নকশীকাঁথা’ ব্যান্ড ‘পদ্মা সেতু’ নিয়ে গাইলো নতুন গান। গত ২৩ জুন তাদের ফেসবুক পেজে গানটির ভিডিও উন্মুক্ত করা হয়েছে। এর কথা ও সুর করেছেন ব্যান্ডের গায়ক সাজেদ ফাতেমী। সংগীতায়োজনে ব্যান্ডের অন্যতম সদস্য রোমেল হাসান।
গানটি নিয়ে ‘নকশীকাঁথা’ বলছে, “জননেত্রী শেখ হাসিনা তথা দেশের এক অনন্য অর্জন পদ্মা সেতু। দেশের ইতিহাসে নতুন এ মাইলফলকের সাক্ষী হতে চেয়েছে ‘নকশীকাঁথা’। তাই পদ্মা সেতু নিয়ে তৈরি করেছে বিশেষ গান।”
তারা আরো জানায়, ‘এই গানে জনতার চাওয়ার প্রতিফলন আছে। আছে সম্ভাবনার কথা। জননেত্রীকে নিয়ে পরিমিত স্তুতিও আছে। আশা করি আপনাদের ভালো লাগবে।’
গানটি তৈরিতে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিককেও ধন্যবাদ জানিয়েছে এই ব্যান্ড।