নিউজজি ডেস্ক ১৮ ডিসেম্বর , ২০২০, ১১:৩৬:৪৭
আজ ১৮ ডিসেম্বর : ইতিহাসের এইদিনে
ঢাকা : পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-
ইতিহাস
১৩৯৮ - তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলকের কাছ থেকে দিল্লি দখল করে নেন।
১৮৬৫ - মার্কিন যুক্তরাষ্ট্রের দাসপ্রথার বিলোপ সাধন করা হয়।
১৯১২ - মার্কিন কংগ্রেস সেদেশে অশিক্ষিত অভিবাসীর প্রবেশ নিষিদ্ধ করে।
১৯৬৯ - ব্রিটেনে খুনের জন্য মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হয়।
১৯৭১ - সদ্য স্বাধীন বাংলাদেশে অস্থায়ী সরকারের মন্ত্রীসভার প্রথম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত।
১৯৯৯ - স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন।
জন্ম
১৮৭০ - সাকি, ইংরেজি ভাষার ছোট গল্পকার।
১৯৩০ - সাহিত্যিক-সাংবাদিক শহীদ সাবের।
১৯৪৬ - স্টিভেন অ্যালান স্পিলবার্গ, মার্কিন চলচ্চিত্র নির্দেশক।
১৯৬১ - লালচাঁদ রাজপুত, ভারতীয় ক্রিকেটার।
১৯৮৯ - আল্লামা ইকবাল অনিক, বাংলাদেশী সাংবাদিক।
মৃত্যু
১৯৬২ - পদার্থ বিদ্যায় নোবেলজয়ী ডেনিশ বিজ্ঞানী নিলস বোর।
১৯৭৩ - কমরেড মুজফ্ফর আহমদ, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা।
২০০৪ - বিজয় হাজারে, ভারতীয় ক্রিকেটার।
দিবস
আন্তর্জাতিক অভিবাসী দিবস - জাতিসংঘের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে পালিত দিবস।