ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৮, ২০২০, ১৪:৫৫:৫৩
ছবি: আইসিসি
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার ৬৬ রানে হারে ভারত। সে ক্ষত এখনও তরতাজা রয়েছে সফরকারী শিবিরে। এরমধ্যেই বিরাট কোহলিদের গুনতে হল জরিমানা।
প্রথম ওয়ানডে ম্যাচে ধীরগতির বোলিংয়ের কারণে জরিমানা করা হয়েছে পুরো ভারতীয় দলকে। শুক্রবার আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া রান তুলছিল ঝড়ের গতিতে। ভারতের বোলিং লাইনআপকে তুলোধুনো করে স্মিথ-ওয়ার্নার রানের চাকাকে এগিয়ে নিয়ে গেছেন সাবলীলভাবে। স্বাগতিকদের রানের গতি কমাতে তাই একটু বেশিই ভাবতে হয়েছে কোহলিকে। যে কারণে স্লো ওভার রেটের ফাঁড়ায় পড়তে হয়েছে।
শুক্রবার নির্ধারিত সময়ের মধ্যে ভারত শেষ করতে পেরেছিল ৪৯ ওভার, অর্থাৎ ১ ওভার হয়েছে নির্ধারিত সময়ের পর। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের পর প্রতি ওভারের জন্য পুরো দলের সদস্যদের ম্যাচ ফি’র ২০ শতাংশ কর্তন হিসেবে জরিমানা হবে। সে অনুযায়ী কোহলিসহ দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের ম্যাচ রেফারি ডেভিড বুন আনুষ্ঠানিক অভিযোগ আনল অধিনায়ক কোহলি নিজেদের দোষ মেনে নেন। তাই কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
নিউজজি/সিআর