স্পোর্টস রিপোর্টার নভেম্বর ২৮, ২০২০, ১৮:৩৭:০৬
লিটনের হাফ সেঞ্চুরি উদযাপনের দৃশ্য দেখছেন হতাশ মাহমুদউল্লাহ।ছবি-বিসিবি
দলে তারকা সমাবেশ। বিজয়,ইমরুল,সাকিব,মাহমুদউল্লাহ,অমি-এমন ব্যাটিং লাইন আপেও কাজ হচ্ছে না জেমকন খুলনার। প্রতিটা ম্যাচেই ব্যাটিং পাওয়ার প্লে-তে ঝাঁকুনি খেতে হচ্ছে।
প্রথম ম্যাচে লোয়ার অর্ডার আরিফুল ঝড়ে শেষ ওভার থ্রিলারে ফরচুন গ্রুপ বরিশালকে হারিয়েও স্বস্তিতে থাকতে পারছে না খুলনা। রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১৪৬/৬ স্কোর করেও জিততে পারেনি। ১৬ বল হাতে থাকতেই জিতে গেছে সেই ম্যাচে ৬ উইকেটে।
শনিবার মোস্তাফিজের বোলিং তোপে (৪/৫) ৮৬ রানে অল আউট হয়ে ৩৮ বল বাকি থাকতে ৯ উইকেটে গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে হার ! তারকা দলের এমন পারফরমেন্সে ব্যাটিংকেই দায়ী করছেন জেমকন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ-'আজকে আবারও আমরা ব্যর্থ হয়েছি পুরো ব্যাটিং বিভাগ হিসেবে।'
ড্রেসিং রুমের পরিকল্পনা মাঠে প্রয়োগ করতে পারছে না ক্রিকেটাররা। এখানেই কস্ট মাহমুদউল্লাহ'র- 'আমরা আমাদের পরিকল্পনার প্রয়োগ করতে পারছি না। ড্রেসিং রুমে যেটা বলেছি সেটা করতে পারছি না।'
৩ ম্যাচে দুই হার। এখান থেকে ফিরে আসার উপায় খুঁজছেন মাহমুদউল্লাহ-'দল হিসেবে আমরা এখনো অনেক ইতিবাচক আছি শক্তভাবে ফিরে আসার জন্য এবং আশা করি পরের ম্যাচে খুব ভালো করতে পারবো। আমাদের মনে রাখতে হবে আমরা কী ভুল করেছি। এবং চেষ্টা করতে হবে একই জিনিস আবার না করার।'
সাকিব বোলিংয়ে রিদম ফিরে পেয়েছেন,এটাকে ইতিবাচক বলছেন জেমকন খুলনা অধিনায়ক-'সাকিব ভালো বল করেছে। এটা ইতিবাচক দিক। কিন্তু এটা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না।'