স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ১৩, ২০২১, ১৮:২৩:৩২
টেস্টে সাকিব-মিরাজ।-ফাইল ফটো
২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে মিরাজের টেস্ট অভিষেকেই স্পিন বোলিং কম্বিনেশন পরাশক্তিদের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাঁ হাতি সাকিব,ডানহাতি মিরাজের স্পিন কম্বিনেশনে টেস্টে বাংলাদেশ হারিয়েছে ইংল্যান্ড,অস্ট্রেলিয়া,শ্রীলংকাকে।
সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তার ফেরায় দল উৎফুল্ল। এমনটাই জানিয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ- 'অনেকদিন পর একসাথে হয়েছি এবং আমাদের সবাই অনেক উৎফুল্ল খেলার জন্য। বিশেষ করে আমাদের সাকিব ভাই ও টিমে ফিরেছেন। এক বছর টিমের বাইরে ছিলেন।'
করোনার কারণে গত বছর বাংলাদেশের আন্তর্জাতিক ক্যালেন্ডার থেকে হারিয়ে গেছে ৮ টেস্ট,৬ ওয়ানডে,৬ টি-২০। করোনাকালীন সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকাকে নিজেদের জন্য প্লাস পয়েন্ট বলছেন মিরাজ-'আমাদের জন্য প্লাস পয়েন্ট যে করোনার জন্য দীর্ঘদিন খেলা হয়নি। এটা আমাদের বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। আমি মনে করি যে, আমাদের টিম খুব ভালো একটা পজিশনে আছে। আমাদের সামনে যে সিরিজ আছে, ইনশাআল্লাহ আমরা সেখানে ভালো কিছু করতে পারবো।'
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এক সঙ্গে জড়ো হয়েছে। তাতে হতাশা কেটেছে বলে মনে করছেন মিরাজ-' অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছি আমরা। তাতে অনেক ভাল লাগছে। আমরা একটা পরিস্থিতি পার করেছি গত এক বছর। হতাশ ছিলাম, কিভাবে কী করব, বা না করব। অনুশীলন ঐভাবে করতে পারছিলাম না। তারপরও আমরা চেষ্টা করছিলাম। এক বছর পর খেলা শুরু হচ্ছে, আমরা প্রত্যেকেই খুশি এবং আমিও ব্যক্তিগতভাবে খুশি। সব থেকে ভালো যে কথা, আমরা জাতীয় দলের সাথে জয়েন করেছি এবং খুব ভালো একটা অনুশীলন সেশন চলছে। শেষ চারদিন আমরা খুব ভালো সময় পার করেছি অনুশীলন সেশনে।'