স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ১৩, ২০২১, ২১:২৬:০৯
ক্রেইগ ব্রাথওয়েট। ছবি-ইন্টারনেট
ক্রেইগ ব্রাথওয়েট ৬৪ টেস্ট,১০ ওয়ানডে। এর মধ্যে ৫ টেস্টে অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে এই ক্যারিবিয়ানের। তবে এই ৫ টেস্টের একটিতেও নেই জয়ের অভিজ্ঞতা। প্রতিটি টেস্টে তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দল গেছে হেরে।
এর আগেও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়ক হয়ে করেছেন বাংলাদেশ সফর। ২০১৮ সালে সেই সফরে হোয়াইট ওয়াশের (০-২) লজ্জা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এবার বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সেরা ১০ ক্রিকেটার। তাদের অনুপস্থিতিতে দলের নেতৃত্বভার অর্পিত হয়েছে ব্রাথওয়েটের উপর।
এমন পরিস্থিতিতে সফর বাতিল না করে কেন ওয়েস্ট ইন্ডিজ এলো ভাঙ্গাচোরা দল নিয়ে বাংলাদেশ সফরে। এ প্রশ্নে কাউকে অভিযুক্ত করতে চাননি ক্রেইগ ব্রাথওয়েট- 'অন্যদের কথা আমি বলতে পারব না। অবশ্যই তাদের কোন না কোন কারণ আছে। এর জন্য তাদের ভুল ধরা যাবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি খেলব। তাই সামনের দিকে তাকিয়ে আছি। আমি সব সময় অধিনায়কত্বের চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। যদিও কাজটা সহজ নয়।'
নিয়িমিত অধিনায়ক জেসন হোল্ডারের সঙ্গে বাংলাদেশ সফরে আসার আগে কথা হবে বলেও জানিয়েছেন তিনি-' সিরিজ শুরুর আগে জেসনের সাথে কথা বলব।'
এমন একটি দুর্বল দলের অধিনায়কত্ব করাটা কঠিন কাজ। তারপরও দলটির সামর্থ নিয়ে বিশ্বাস রাখছেন ক্রেইগ ব্রাথওয়েট-'আমােদের দলটি বেশ ভাল। ক'জন সিনিয়র ক্রিকেটারকে মিস করছি। তারপরও বলব, এই দলটির টেস্ট জেতার মতো সামর্থ আছে। এই ছেলেরা ভাল করতে ক্ষুধার্ত। আমাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে ব্যাটসম্যান এবং অধিনায়ক হিসেবে। ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিতে হবে। জিততে পারলে তা হবে দারুন। আমাদেরকে শুরু করতে হবে ঘন্টার পর ঘন্টা। তা খুব দূরে নয়। একবার যখন স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব,তখন ফল এমনিতেই আসবে।'