শামীম চৌধুরী জানুয়ারী ১৫, ২০২১, ২৩:২৮:৪৯
ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল সেলফি তুলছেন।পাশে আর এক ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার।ছবি-সৌজন্যে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান চাকুরি করছেন দীর্ঘদিন। বিসিবি'র তালিকাভুক্ত ১০ জন ম্যাচ রেফারির মধ্যে একমাত্র তিনিই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাসে বেতন পান ১ লাখ ৫ হাজার টাকা ।
এছাড়া ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করলে অন্য ম্যাচ রেফারিদের মতো সীমিত ওভারের প্রতিটি ম্যাচে ৯ হাজার ৩০০ টাকা এবং প্রথম শ্রেনীর ক্রিকেটে ৩৫ হাজার টাকা ম্যাচ ফি'র নিশ্চয়তা তো আছেই ।
বিসিবি'র টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে ফ্রাঞ্চাইজি আসর বিপিএল থেকে প্রতিটি ২ লাখ টাকাও বরাদ্দ আছে তার জন্য। বাংলাদেশ ক্র্রিকেট বোর্ডের তালিকাভুক্ত ম্যাচ রেফারিদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ বরাদ্দ পাচ্ছেন তিনি। বিসিবি থেকে বছরে কম করে হলেও ২৫ লাখ টাকা আয় করছেন তিনি।
করোনাকালে স্থানীয় ম্যাচ অফিসিয়ালদের দিয়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার শর্ত যখন আইসিসির,তখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজের ম্যাচ রেফারি হিসেবে তার নামটাই আসার কথা সবার আগে।
অথচ, রকিবুল হাসান নয়, আসন্ন হোম সিরিজে ম্যাচ রেফারি হিসেবে ৪৬ বছর বয়সী সাবেক অল রাউন্ডার নিয়ামুর রশিদ রাহুলকে আইসিসি মনোনীত করেছে ! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এই খবরটি যতোটা সুসংবাদ, তার চেয়েও বাংলাদেশের জন্য বড় সুসংবাদ আসন্ন সিরিজে ম্যাচ রেফারি হিসেবে বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুলের মনোনয়ন ! বিসিবির এক নির্ভরশীল সূত্র আইসিসির এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পুরো সিরিজের ম্যাচ রেফারি হিসেবে আইসিসি তাকে মনোনীত করেছে। বাংলাদেশের কোন ম্যাচ রেফারির টেস্টে দায়িত্ব পালনের ইতিহাস তাকে দিয়েই হবে রচিত।
আন্তর্জাতিক ম্যাচে ম্যাচ রেফারির অভিজ্ঞতা ইতোমধ্যে অর্জন করেছেন রাহুল। করেছেন ৬টি ওয়ানডে ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন। তবে ২টি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন রাহুলের আইসিসির পূর্ন সদস্য দলের বিপক্ষে ম্যাচ রেফারির অভিজ্ঞতা এবারই প্রথম অর্জিত হবে। প্রথমবারের মতো টেস্ট ম্যাচে ম্যাচ রেফারির মতো গুরুদায়িত্ব পালন করবেন রাহুল।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সেরা ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপারকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচ রেফারি হিসেবে মনোনীত করতে আইসিসির কাছে আবেদন জানিয়েছে বিসিবি। তবে সেই আবেদনের কোন উত্তর এখনও আসেনি বলে জানিয়েছে ওই সূত্র।