স্পোর্টস রিপোর্টার মার্চ ৩, ২০২১, ২০:০৭:৩৯
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও শ্রীলংকা ক্রিকেটের লোগো। -সংগৃহিত
গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলংকা সফরের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল বাংলাদেশ দল। লাগেজও গোছ-গাছ ছিল। তবে শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রানালয়ের কোভিড ট্যাক্সফোর্স বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন শর্ত শিথিল না করায় ওই সফর স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ নিয়ে বিসিবি-শ্রীলংকা ক্রিকেটের পরষ্পর বিরোধী বক্তব্য উঠেছিল জমে। দু'বোর্ডের সম্পর্কে পড়েছিল ভাটা। তবে সে পরিস্থিতির উত্তরণ হয়েছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে থাকা এই টেস্ট সিরিজটি অবশেষে আয়োজনে সবুজ সংকেত দিয়েছে শ্রীলংকা ক্রিকেট।
আগামী এপ্রিলে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফর করবে বাংলাদেশ। এই সফরে বাংলাদেশ দলের জন্য কোয়ারেন্টিন শর্ত শিথিল হয়েছে। সম্প্রতি ইংল্যান্ড দলকে আতিথ্য দিতে যা যা করেছে শ্রীলংকা ক্রিকেট-একই ধরণের সুযোগ সুবিধা বাংলাদেশ দলকে দিতে সম্মত হয়েছে তারা।
১৪ দিনের কোয়ারেন্টিন শর্ত শিথিল করে তিন দিনের রুম কোয়ারেন্টিনে নেমে এনেছে শ্রীলংকা ক্রিকেট। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন-'ইংল্যান্ড শ্রীলঙ্কা সফর করে এসেছে। তো আমাদের ক্ষেত্রেও একই প্রটোকল থাকবে। বলা হচ্ছে প্রথম তিনদিন রুম কোয়ারেন্টাইন করতে হবে।'
কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ সাপেক্ষে তিনদিন পর অনুশীলন করতে পারবে বাংলাদেশ দল। এমনটাই জানিয়েছেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন- হোম কোয়ারেন্টিনের পর করোনা নেগেটিভ সাপেক্ষে অনুশীলন ও অন্যান্য কার্যক্রমে ফিরে যেতে পারবে। আগের কড়াকড়ি রেস্ট্রিকশন এখন শ্রীলঙ্কা থেকে তুলে দেওয়া হয়েছে।'
বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। বিসিবির সম্মতির জন্য সূচি পাঠিয়ে দিয়েছে শ্রীলংকা ক্রিকেট। বিসিবি সিইও জানিয়েছেন তা-' কিছু অগ্রগতি হয়েছে। চূড়ান্ত শিডিউল আমাদের পাঠিয়েছে। আমাদের টিম ম্যানেজমেন্ট কিছু বিষয়ের অপেক্ষায়। সেটা হলে আশা করছি দুই একদিনের মধ্যে সূচি প্রকাশ করে দিব।'