ক্রীড়া ডেস্ক মার্চ ৪, ২০২১, ১০:১৫:৪৭
ছবি: টুইটার
সেভিয়ার মাঠে প্রথম লেগে ২-০ গোলে হেরে যাওয়ায় বুধবার বার্সেলোনার সামনে ছিল কঠিন সমীকরণ। যা মেলাতে দারুণ শুরু করেছিল কাতালানরা। কিন্তু প্রতিপক্ষের রক্ষণাত্মক কৌশলের কারণে কাজটা বেশ কঠিনই হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত চরম নাকটীয়তায় ভরা ম্যাচটি জিতে সব সমীকরণ মিলিয়ে কোপা ডেল রের ফাইনালে জায়গা করে নিয়েছে ডোনান্ড কোম্যানের শিষ্যরা।
ন্যু-ক্যাম্পে বুধবার রাতে অতিরিক্ত সময়ে গড়ানো সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথম লেগে সেভিয়া ২-০ গোলে জিতলেও দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে বিজয়ী প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। দলটির হয়ে একটি করে গোল করেন উসমান ডেম্বেলে, জেরার্ড পিকে ও মার্টিন ব্রাথওয়েট।
ঘরের মাঠে বুধবার বার্সেলোনা ম্যাচের শুরুটা করে দুর্দান্ত। ডেম্বেলের নৈপুণ্যে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় তারা। তার নিখুঁত ফিনিশিংয়ে দলটি খুঁজে নেন জাল।
বিরতির পরও একচেটিয়া আক্রমণ করতে থাকে বার্সেলোনা। ঘর সামলাতেই ব্যস্ত সময় কাটে সেভিয়ার। অধিকাংশ সময়ই দলটির প্রায় সব খেলোয়াড়কে দেখা যাচ্ছিল ডি-বক্সের আশেপাশে।ফলে স্বাগতিকদের সব আক্রমণ ভেস্তে যাচ্ছিল প্রতিপক্ষের জমাট রক্ষণে। এর মাঝে ৭১তম মিনিটে প্রতি-আক্রমণে বার্সেলোনার ডি-বক্সে ঢুকে পড়া লুকাস ওকাম্পোসকে ডিফেন্ডার অস্কার মিনগেসা ফাউল করলে পেনাল্টি পায় সেভিয়া। তবে ওকাম্পোসের দুর্বল স্পট কিক ঠেকিয়ে দেন টের স্টেগেন।
যোগ করা সময়ের শুরুতে ১০ জনের দলে পরিণত হয় সেভিয়া। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফের্নান্দো। এরপরই নাটকীয় মোড় নেয় ম্যাচ। গোলের জন্য মরিয়া হয়ে উঠেছে বার্সেলোনা। এমন সময় ব্যবধান দ্বিগুন করে দলটি। বদলি অঁতোয়ান গ্রিজমানের বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে হেডে দলকে উচ্ছ্বাসে ভাসান পিকে। তারপরও স্বস্তি ছিল না স্বাগতিকরা। কেননা ফাইনালে উঠতে আরও একটি গোল করতে হবে। শেষ পর্যন্ত তাদের সেই চাহিদা পূরণ করেন বদলি নামা ব্রাথওয়েট। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে আলবার গোলমুখে বাড়ানো ক্রসে বদলি নামা ডেনিশ ফরোয়ার্ডের হেডে বল গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলে ঠিকানা খুঁজে পায়।
শিরোপা লড়াইয়ে বার্সেলোনার প্রতিপক্ষ লেভান্তে ও আথলেতিক বিলবাওয়ের মধ্যে বিজয়ী।
নিউজজি/সিআর