ক্রীড়া ডেস্ক জুন ২৩, ২০২২, ১৩:৩৩:৫৪
ছবি: ইন্টারনেট
গেল প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাই এ তারকা লম্বা সময় পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু পিঠের পুরোনো ব্যথায় এই পেস বোলিং অলরাউন্ডারের প্রত্যাবর্তন আরও থামিয়ে দিল। ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে।
আগামী ২৪ জুন দেশ ছাড়ার কথা ছিল সাইফউদ্দিনের। তবে চোট ভালো না হওয়ায় বিমানে ওঠার আগেই ক্যারিবীয় সফর থেকে ছিটকে পড়লেন এই মিডিয়াম পেসার অলরাউন্ডার।
বোলিং করার সময় ব্যথা অনুভব করায় বিসিবির মেডিকেল বিভাগ থেকে সাইফউদ্দিনকে ‘আনফিট’ ঘোষণা করা হয়েছে। বিসিবির এক সূত্রে জানা গেছে, গতকাল রাতে সাইফউদ্দিনের পিঠের চোটের বিষয়টি টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের জানিয়ে দেওয়া হয়েছে। সাইফউদ্দিনের বদলি হিসেবে কাকে নেওয়া হবে, সেটি এখনো জানা যায়নি।
এর আগে চোটের কারণে উইন্ডিজ সফর শেষ হয়ে গেছে মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বির। পিঠের চোটে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে আগেই বাদ পড়েন তিনি। সেই চোট ভালো না হওয়ায় গোটা উইন্ডিজ সফর থেকেই ছিটকে যান এই ডানহাতি। টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডে সিরিজেও পাওয়া যাবে না তাকে।
নিউজজি/সিআর