ক্রীড়া ডেস্ক জুন ২৩, ২০২২, ১৩:৫৪:৩৮
ছবি: ইন্টারনেট
ক্রিকেটপ্রেমিদের ভিন্ন স্বাদের ক্রিকেট উপহার দিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ৬০ বলের নতুন একটি টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে। এই টুর্নামেন্টের নাম হবে ‘দ্য সিক্সটি (The 6ixty)’। সেন্ট কিটসে ২৪ আগস্টে শুরু হবে এ টুর্নামেন্ট। ছেলেদের ছয়টি দল ও মেয়েদের তিনটি দল এ টুর্নামেন্টে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টে ‘বিশ্বের অনেক সেরা ক্রিকেটার অংশ নেবেন’ বলে জানিয়েছেন আয়োজকেরা।
এরআগে অবশ্য ২০১৭ সালে আরব আমিরাতে ১০ টুর্নামেন্ট আয়োজনের ছাড়পত্র দিয়েছে আইসিসি। ইউরোপে বিভিন্ন ক্লাব টুর্নামেন্ট ও জাতীয় দলও টি–১০ সংস্করণে অংশ নিয়ে থাকে। কিন্তু আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের টি১০ টুর্নামেন্ট আয়োজন করার এটাই প্রথম নজির, যা ওয়েস্ট ইন্ডিজের হাত ধরে হতে যাচ্ছে।
টি-১০ এর মতো মনে হলেও, এই সিক্সটি’ টুর্নামেন্টে থাকছে অনেক নতুন নিয়ম। যা নিম্নরুপ:-
* ব্যাটিংয়ে নামা দলে ছয়জন ব্যাটিং করতে পারবে।
* দুই ওভারের পাওয়ার প্লেতে ব্যাটিং দল দুটো ছক্কা মারতে পারলে আরেকটি ওভার পাওয়ার প্লে নিতে পারবে।
* দলগুলো প্রতিটি বোলিং প্রান্ত থেকে টানা পাঁচ ওভার বল করবে। ওভার শেষে বোলিং প্রান্ত পাল্টানোর নিয়মটা এখানে খাটবে না।
* ফিল্ডিংয়ে নামা দল বেঁধে দেওয়া ৪৫ মিনিটের মধ্যে ১০ ওভার শেষ করতে না পারলে শেষ ছয় বলে একজন ফিল্ডার তুলে নেওয়া হবে।
* অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে ভক্তরা ‘মিস্ট্রি ফ্রি হিট’ এর জন্য ভোট দিতে পারবেন।
নিউজজি/সিআর