ক্রীড়া ডেস্ক ২৭ আগস্ট , ২০২০, ১০:৪৬:২৪
ছবি: সংগৃহীত
ওয়েস্টার্ন অ্যান্ড সাদার্ন ওপেনে এক সময়ে এগিয়ে থেকেও পারলেন না সেরেনা উইলিয়ামস। তবে পুরুষদের সিঙ্গলসে কাঁধের যন্ত্রণা নিয়েও দুর্দান্ত নোভাক জোকোভিচ। স্ট্রেট সেটে জিতেছেন তিনি।
বুধবার মারিয়া সাক্কারির বিপক্ষে ৭-৫, ৬-৭ (৫-৭), ১-৬ হারেন সেরেনা। তার হারের অন্যতম কারণ ক্লান্ত হয়ে পড়া। এমনটাই মনে করেন অনেকে। ম্যাচের পরে হতাশ সেরেনা বলেছেন, ‘জিতে গিয়েছি প্রায় এই অবস্থায় যদি দেখা যায় আমার পা দুটো ক্লান্ত হয়ে পড়ছে, সেটা মানসিক ভাবে সাহায্য করে না। নিজেই এই পরিস্থিতিতে নিয়ে ফেলেছিলাম নিজেকে। এটা অনেকটা এমন একটা কারও সঙ্গে ডেট করার মতো, যাকে দেখলে গা, পিত্তি জ্বলে যায়।’
আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ওপেন। তাই বেশ চিন্তিত সেরেনা, ‘সপ্তাহে ন’ঘণ্টা খেলা খুব কঠিন। সাধারণত আমি এত বেশি খেলি না। এই ম্যাচটায় জেতা উচিত ছিল আমার। এই হারের কোনও অজুহাত চলে না।’
তবে যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের সিঙ্গলসে ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন জোকোভিচ। কাঁধের যন্ত্রণায় আগের ম্যাচেই দু’বার কোর্টে শুশ্রূষা করতে হয়েছিল বিশ্বের এক নম্বর জোকোভিচকে। কিন্তু এ দিন তিনি কোনও সার্ভিস না হারিয়ে উড়িয়ে দিলেন যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রিনকে। ফল ৬-২, ৬-৪। আর তাই তিনি বলেন, ‘সব মিলিয়ে দারুণ পারফরম্যান্স। গত ম্যাচের থেকে এখন শারীরিকভাবে অনেক ভাল জায়গায় আছি। নিজের খেলাতেও সেটা দেখা যাচ্ছে। সব কিছুই ঠিক দিকে এগোচ্ছে।’
নিউজজি/সিআর