ক্রীড়া ডেস্ক ১৪ সেপ্টেম্বর , ২০২০, ১০:৩০:৫৭
ছবি: দ্য গার্ডিয়ান
রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচের মতো তারকারা নেই। তাই আগেই ধারণা করা হয়েছিল এবারের ইউএস ওপেন ট্রফি নতুন কারো হাতে উঠবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। রোববার এ টুর্নামেন্টের ফাইনালে আলেকজান্ডার জেরেভকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ডোমিনিক থিয়েম।
রোববার পাঁচ গেমের ম্যারাথন লড়াইয়ের পর টাইব্রেকারে ইউএস ওপেনের শিরোপা জিতেছেন অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম।
শিরোপা লড়াইয়ে রোববার প্রথম দুটি সেট হারিয়ে পিছিয়ে পড়েছিলেন থিয়েম। সেখান থেকেই দুরন্তভাবে ফিরে অবশেষে খেতাব জিতে নেন। ২০০৪ সালের ফরাসি ওপেনের পর এমন ঘটনা প্রথম ঘটল, যখন কোনও খেলোয়াড় দু সেট পিছিয়ে পড়েও অপ্রতিরোধ্যভাবে ম্যাচে ফিরে এসে খেতাব জিতে নিয়ে গেলেন। হার মানতে হল পঞ্চম বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেভকে। খেলার ফল ২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৭-৬ (৮/৬)। এর আগে তিনবার ফাইনালে উঠে তাঁকে হারতে হয়েছে। ২০১৮ ও ২০১৯ সালের ফরাসি ওপেন ও ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পরাজিত হন তিনি।
এর আগে, নারী বিভাগে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে ইউ এস ওপেন ২০২০-র ফাইনালে জয়ী হন নাওমি ওসাকা।
নিউজজি/সিআর