ক্রীড়া ডেস্ক ২১ নভেম্বর , ২০২০, ১৫:১৪:৩৭
ছবি: ইন্টারনেট
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট মোঃ আতিকুল ইসলাম এবার নিযুক্ত হলেন এশিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন মেম্বার হিসেবে। গত ৯ নভেম্বর এশিয়ান ভলিবল কনফেডারেশন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন এর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের কাছে এই নিয়োগের (শিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন মেম্বার) বিষয়ে এশিয়ান ভলিবল কনফেডারেশন এর প্রেসিডেন্ট রিটা সুবোউয়ো পত্র প্রেরণ করেন।
উল্লেখ্য, এশিয়ান ভলিবল কনফেডারেশন এশিয়ার বিভিন্ন দেশের ভলিবল ও বিচ ভলিবল এর উন্নয়নে কাজ করে।
নিউজজি/সিআর