ক্রীড়া ডেস্ক ২২ নভেম্বর , ২০২০, ১১:১১:৪৪
ছবি: ইন্টারনেট
লন্ডনে শনিবার এটিপি ফাইনালসের সেমি-ফাইনালে পাঁচবার ম্যাচ পয়েন্ট সেভ করেও শেষ পর্যন্ত পেরে ওঠেননি নোভাক জোকোভিচ। এ সুযোগে তিন সেটের রোমাঞ্চকর লড়াই জিতে এ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ডোমেনিক থিয়েম।
প্রথম সেমি-ফাইনালে শনিবার দুই ঘণ্টা ৫৭ মিনিটের লড়াই শেষে জোকোভিচকে ৭-৫, ৬-৭ (১০-১২), ৭-৬ (৭-৫) গেমে হারান থিয়েম।
মৌসুম শেষের এ টুর্নামেন্টে খেলে থাকেন র্যাঙ্কিংয়ের শীর্ষ আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপে সবাই একে অন্যের মুখোমুখি হন একবার করে। দুই গ্রুপের সেরা দুই জন খেলোয়াড়কে নিয়ে হয় সেমি-ফাইনাল। সেখানে জয়ী দুই জন খেলে থাকেন ফাইনালে।
নিউজজি/সিআর