ক্রীড়া ডেস্ক ১৫ ফেব্রুয়ারি , ২০২১, ১০:৫২:৪৬
ছবি: ইন্টারনেট
ফের চোট সঙ্গী করে শুরুর ছন্দহীনতা কাটিয়ে কানাডার মিলোস রাওনিচকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ।
গতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ টাইব্রেকারে প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটে হেরে যান। এসময় তাকে বেশ অস্বস্তিতে ভুগতে দেখা যায়। তবে পরের দুই সেটে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেন ৭-৬ (৭-৪), ৪-৬, ৬-১, ৬-৪ গেমে।
এদিকে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই অস্ট্রিয়ার ডমিনিক টিম। মেলবোর্নে রোববার বেলারুশের গ্রিগর দিমিত্রভের বিপক্ষে ৬-৪, ৬-৪, ৬-০ গেমে হেরে যান ২০১৭ আসরের সেমি-ফাইনালিস্ট ও ইউএস ওপেনের গতবারের চ্যাম্পিয়ন টিম।
প্রতিযোগিতার রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন এই তারকা শেষ ষোলোর পথে গত শুক্রবার পেটে চোট পান। ওই দিনই তিনি পরের ম্যাচে খেলার নিয়ে শঙ্কার কথা জানান। শেষ আটে ওঠার পর আবারও বললেন তার চোট কতটা গুরুতর। সেমি-ফাইনালের পথে ৩৩ বছর বয়সী এই সার্বিয়ান লড়বেন ষষ্ঠ বাছাই আলেক্সান্ডার জেভেরেভের বিপক্ষে। সার্বিয়ার দুসান লায়োভিচকে ৬-৪, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হারিয়ে শেষ আটে ওঠেন জার্মানির জেভেরেভ।
নিউজজি/সিআর