আন্তর্জাতিক ডেস্ক ২৪ জানুয়ারি , ২০২১, ১৫:৩৭:৩২
সংগৃহীত
ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেয়ার পর প্রথমবার তার সঙ্গে কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, টুইটারে এক পোস্টে বরিস জনসন জানান, করোনাভাইরাস থেকে একেবারে মুক্তি লাভ এবং তা স্থায়ী করার সঙ্গে সঙ্গে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘকালীন জোটকে আরো শক্তিশালী করার প্রত্যাশায় আছি।
এদিকে, গত বুধবার জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট এবং কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন। বরিস জনসন বলেন, তাদের শপথগ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এক ধাপ এগিয়ে গেল।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় ফিরে আসার ব্যাপারে জো বাইডেন যে সিদ্ধান্ত নিয়েছেন, এজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ দেন বরিস জনসন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাইডেনের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।
নিউজজি/আইএইচ