নিউজজি ডেস্ক ২১ জানুয়ারি , ২০২২, ১৮:২২:৩৮
ছবি: ইন্টারনেট
ঢাকা: যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রায় দুই লাখ গাড়ি তুলে নেয়ার ঘোষণা দিয়েছে ফোর্ড। ব্রেক লাইট বন্ধ না হওয়ার সমস্যা সমাধানে এ গাড়িগুলো তুলে নেবে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।
এ সিদ্ধান্তের আওতায় নির্দিষ্ট ২০১৪ ও ২০১৫ ফোর্ড ফিউশন ও মাঝারি আকারের লিংকন এমকেজেডের পাশাপাশি কিছু ২০১৫ মাস্ট্যাংস মডেল অন্তর্ভুক্ত রয়েছে। খবর এসোসিয়েট প্রেসের
উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার কারণে একটি রাবার প্যাডেলের অংশ বিচ্ছিন্ন হয়ে লাইট জ্বালিয়ে রাখতে পারে, অন্য চালকদের বিভ্রান্ত করতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে।
নিউজজি/এস দত্ত