নিউজজি ডেস্ক ২২ জানুয়ারি , ২০২২, ০০:৩৫:১০
উইল না থাকলে পুত্রহীন পিতার সম্পত্তিতে মেয়ের অগ্রাধিকার
ঢাকা : উইল না থাকলে ভারতে পুত্রসন্তানহীন হিন্দু পরিবারের পিতার সম্পত্তিতে অগ্রাধিকার পাবে কন্যা সন্তান। এরপর পরিবারের অন্যদের অধিকার। হিন্দু নারী ও বিধবাদের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে মাদ্রাজ হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে করা আপিলের নিষ্পত্তি করে এই রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এস আব্দুল নাজির এবং কৃষ্ণ মুরারির বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই রায়ের ফলে এখন থেকে হিন্দু পরিবারে পুত্রহীন পিতার মৃত্যুর পর তার সম্পত্তির ওপর কন্যার অধিকার নিশ্চিত হলো।