রাশিদা তিথি ২০ ফেব্রুয়ারি , ২০২১, ১২:২৪:১২
একুশের কবিতা ‘অক্ষর’
একদিন কালো অক্ষরে
তুমি জ্বল জ্বল করছিলে
আমি সারারাত জেগে
তারার মতো অক্ষরগুলো দেখেছিলাম।
প্রতিটা কালো দাগ
আমাকে অহংকারী করে তুলছিলো,
কৃতজ্ঞতায় মাথা নত করেছি
ভাষা দিবসের কাছে,
চোখ ভিজে গেছে
সালাম, বরকতদের ত্যাগে।
মা, তোমার প্রথম বই প্রথম পাতা
আজো সে কথা বলে আমার সাথে।
আমার সাজানো কথাগুলো
সাদা জলে লেখা হলো
তোমরা পড়তেই পারলে না,
ওরা সারারাত বৃষ্টিতে ভিজে
এখনো অপেক্ষা করে আছে
তোমারদের স্পর্শের।
.
.
.
.
নিউজজি/এসএফ