নিউজজি প্রতিবেদক ১ মার্চ , ২০২১, ১৪:৫২:২৯
ছবি: সংগৃহীত
‘One bright book of life, এমন একটি উপন্যাস লেখার স্বপ্নে যিনি বিভোর। One bright book of life, এমন একটি উপন্যাস লিখতে পারলে যিনি আর উপন্যাস লিখবেন না বলে করেছেন ওয়াদা। সেই স্বপ্নবাজ কথার মালা সাজানো কথাকার শামস সাইদের আজ (১ মার্চ) জন্মদিন।
আজকের এই দিনে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায় জন্মগ্রহণ করেন সময়ের এই অন্যতম জনপ্রিয় কথাকার।
‘ক্রুশবিদ্ধ কলম’ উপন্যাস দিয়ে কাগজে কলমে ঔপন্যাসিকের খাতায় নাম লেখান শামস। এই বইটি প্রকাশিত হয় ২০১৭ সালে। তার পরের বছর ২০১৮ সালে লেখেন ‘ধানমন্ডি ৩২ নম্বর’। ঠিক তার পরের বছর ধানমন্ডি ৩২-এর ধারাবাহিক পর্বের আরেকটি পর্ব নিয়ে প্রকাশিত হয় আরো একটি বই। বইটির নাম ‘ধানমন্ডি ৩২ নম্বর’ (গণঅভ্যুত্থান পর্ব)। এটি প্রকাশিত হয় ২০১৯ সালে। এ ছাড়াও, তার শিশুকিশোরসহ প্রায় ২৫টির বেশি বই প্রকাশিত হয়েছে।
শামস সাইদ তার সাহিত্যকর্ম নিয়ে বলেন, One bright book of life, এমন একটি উপন্যাস লেখার স্বপ্ন আমার । জানি না কবে One bright book of life, এমন একটি উপন্যাস লিখতে পারব। তবে সারাজীবন চেষ্টা করে যাব। যেদিন এমন একটি উপন্যাস লিখতে পারব সেদিনের পর আর উপন্যাস লিখব না।
নিউজজি/জেডকে